ঢাকা, সোমবার   ১৪ অক্টোবর ২০২৪

ধর্ম অবমাননার বিরুদ্ধে নতুন আইন আফগানিস্তানে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১৪ অক্টোবর ২০২৪ | আপডেট: ১৮:২৩, ১৪ অক্টোবর ২০২৪

আফগানিস্তানে গত ২১ আগস্ট কঠোর জননৈতিকতা আইন চালু হয়েছে। এবার আরও একটি নতুন আইন চালু করতে যাচ্ছে তালেবান সরকার। এই আইন চালু হলে গণমাধ্যমে কোনো 'জীবিত মানুষ ও প্রাণীর' ছবি প্রকাশ নিষিদ্ধ হবে দেশটিতে।

আজ সোমবার (১৪ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানায়। আফগান মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানিয়েছে, আইনটি আফগানিস্তান জুড়ে কার্যকর হবে—এবং তা ধাপে থাপে বাস্তবায়ন করা হবে।

তালেবান সরকারের বিচার বিভাগ সম্প্রতি কঠোর শরিয়া আইনকে আনুষ্ঠানিকতা দেওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে ঘোষণা দিয়েছে। ২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকেই এই আইন বাস্তবায়নে কাজ করছে তালেবান।

নতুন আইনে গণমাধ্যমের জন্য বেশ কিছু নীতিমালা বেঁধে দেওয়া হয়েছে, যার মধ্যে জীবিত মানুষ ও প্রাণীর ছবি প্রকাশ নিষিদ্ধের বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি ইসলাম ধর্মকে নিয়ে কোনো রসিকতা, অবমাননা ও বিরোধিতাকেও নিষিদ্ধ করা হয়েছে। সূত্র: এএফপি

এসএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি